চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার গড়গড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের পূর্বপাড়ার আরোজ আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৩) এবং একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে হারুন আলী (৪০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে বের হন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গড়গড়ি গ্রামের মানিক ঘোষের ওয়ালটন শো-রুমের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
স্থানীয়রা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়গড়ি গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফ ও হারুন ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রামবাসীর হাতে আটক হয়। এ সময় তাদেরকে উত্তম-মাধ্যম শেষে আলমডাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























