শিক্ষার্থীরা কেবল আগামী দিনের স্বপ্ন নয়, তারাই ভবিষ্যতের নেতৃত্বের আসনে আসীন হবে। তবে দিকনির্দেশনা, প্রেরণা ও সঠিক পরিকল্পনার অভাবে অনেকেই মাঝপথে লক্ষ্য হারিয়ে ফেলে। তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “ক্যারিয়ার গাইডলাইন সামিট’২৫”।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত এ সামিটে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তারা জীবনের লক্ষ্য নির্ধারণ, উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা, প্রযুক্তি ও দক্ষতার বিকাশ, নৈতিকতা এবং উদ্যোক্তা মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি নিজেদের জিজ্ঞাসার উত্তর পান।

১০ম শ্রেণির শিক্ষার্থী নুরুজ্জামান সজিব বলেন, “এই আয়োজন আমাদের নতুন করে স্বপ্ন দেখতে এবং লক্ষ্য নির্ধারণে অনুপ্রাণিত করেছে।”
৯ম শ্রেণির আয়েশা সিদ্দিকা বলেন, “আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। আজকের সামিট আমাকে শিখিয়েছে কীভাবে পরিকল্পিতভাবে সেই লক্ষ্যে এগোতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নিগারসিদ্দিকী ডিগ্রী কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অঞ্চল পরিচালক মমতাজুর মুর্শিদ কলিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকারী হাসানুল ইখতিয়ার কিরণ, এসএমজে ফাউন্ডেশনের সহ-সভাপতি শাওন হোসেন রুমন, শিক্ষা ও প্রচার সম্পাদক মর্তুজা আহমেদ আরফিনসহ শিক্ষক, সাংবাদিক, স্থানীয় অভিভাবক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেন বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসএমজে ফাউন্ডেশনের সহ-সভাপতি শাওন হোসেন রুমন বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শুধু শিক্ষিত নয়, বরং দক্ষ, নৈতিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক হোক। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।”
বিজ্ঞপ্তি
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























