চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়ুকান্দিতে সাপের কামড়ে আমিরুল ইসলাম(৫৫) নামের এক বৃদ্ধ আহতের হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৭ টার দিকে হাড়ুকান্দি গ্রামের জোলের মাঠে এ ঘটনা ঘটে।
আহত,আমিরুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারুকান্দি গ্রামের স্কুলপাড়ার মৃত. জিনদার মন্ডলের ছেলে।
আহতের নাতি ছেলে সাব্বির রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার নানা আজ সকালে ধানের ক্ষেত দেখতে বাড়ি থেকে বের হয়। তিনি জমির আইলদিয়ে হেটে হেটে পুরো ক্ষেত ঘুরে দেখছিলেন। এমন সময় তার পায়ে একটি সাপে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তিনি পা ঝাড়া দিয়ে সাপটিকে ধান ক্ষেতে ফেলে দেয়। এমন অবস্থায় একাই বাড়ি চলে আসেন ও আমাদেরকে জানান। পরে আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক,ডা: ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, প্রাথমিকভাবে আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় এবং তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























