চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা আনন্দধাম এলাকায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পন্যের প্রতিষ্ঠানে তদারকি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় ফাতেমা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২০ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান এ অভিযানের নেতৃত্ব দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো: মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

অভিযান সুত্রে জানা যায়, বুধবার বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকায় মুদি দোকান, জ্বালানী গ্যাস ও সার-বীজ দোকান প্রভৃতি তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ মানহীন ও নিন্মমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ফাতেমা স্টোরের মালিক আব্দুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























