টাঙ্গাইলের ভুঞাপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার রাউৎবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে তার স্ত্রী জাকিয়া পলাতক আছেন। আহত স্বামী ফিরোজ (২৫) ওই গ্রামের শাহজাহানের ছেলে।
ফিরোজের মামা আরজু বলেন, বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সকালের দিকে আমার ঘুমন্ত ভাগিনার পুরুষাঙ্গ কেটে তার স্ত্রী পালিয়ে যায়। লোকজন চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার কাজল তালুকদার বলেন, পুরুষাঙ্গের পুরো অংশ কেটে ফেলা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ঘটনাটি শুনেছি। এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।
এএইচ