চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার মদনায় ভুট্টা শুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে বশির আলী (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে প্রতিবেশি খালিদের বাড়িতে এদূর্ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহত বশির আলী উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের দক্ষিনপাড়ার আফসার আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ মো. মিন্টু বলেন, বশির আলী দিনমজুর (লেবার) ছিলেন। শুক্রবার সকালে বশির আলী তার প্রতিবেশী খালিদের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজ করছিলেন।
এ সময় অসাবধানতায় ছাদের উপর থেকে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছে বলে জেনেছি। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এএইচ