০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় শিশুর শরীর ঝলসে দিলেন নারী

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ পরিচিত ভাইরাল ডায়লগ ‌‌’মরুব্বি মুরব্বি উঁহু উঁহু হু’। এটা নিয়ে হাস্যরসের অনেক কনটেন্টও তৈরি হয়েছে। আবার অনেকে এটাকে নিয়ে করছে ট্রল। ছোটবড় অধিকাংশ মানুষ ‘মুরব্বি মুরব্বি উঁহু উঁহু হু’ বলে নানা সময় আড্ডাতে বসে মজাও করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এক বৃদ্ধকে দেখে “মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু হু” বলায় রেগে নাতনির শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে নানীর বিরুদ্ধে। এতে ফুটন্ত গরম পানিতে পপি আকতার (১৩) নামের মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের জুঁইদণ্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়াজের বাড়িতে ঘটে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন।

আহত পপি আক্তার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। সে স্থানীয় মৃত বিজলি আকতারের মেয়ে। ছোটবেলায় প্রথমে তার বাবা ও পরে মায়ের মৃত্যু হলে সে নানার বাড়িতে থাকত।

স্থানীয়রা জানান, কিশোরীটি অসহায় হওয়ায় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিশুর মামা মো. দিদার বলেন, বাবা-মা হারা কিশোরী পপি আক্তার বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার নানা সম্পর্কিত এয়ার মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধকে দুষ্টুমি করে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলে হাসাহাসি করে। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের বউ ছায়েরা খাতুন (৫৫) এসে ওই কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দিলে তার শরীর ঝলসে যায়। আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘আমি ঘটনা শোনার পর কিশোরীর অভিভাবককে থানায় আসতে বলছি, তবে এখনও কেউ অভিযোগ করেনি। শুনেছি কিশোরীটি অসহায়, তার বাবা-মা কেউ নেই। অভিভাবকরা এলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেয়ায় মনোমালিন্য, অত:পর…

‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় শিশুর শরীর ঝলসে দিলেন নারী

প্রকাশের সময় : ১১:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ পরিচিত ভাইরাল ডায়লগ ‌‌’মরুব্বি মুরব্বি উঁহু উঁহু হু’। এটা নিয়ে হাস্যরসের অনেক কনটেন্টও তৈরি হয়েছে। আবার অনেকে এটাকে নিয়ে করছে ট্রল। ছোটবড় অধিকাংশ মানুষ ‘মুরব্বি মুরব্বি উঁহু উঁহু হু’ বলে নানা সময় আড্ডাতে বসে মজাও করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এক বৃদ্ধকে দেখে “মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু হু” বলায় রেগে নাতনির শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে নানীর বিরুদ্ধে। এতে ফুটন্ত গরম পানিতে পপি আকতার (১৩) নামের মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের জুঁইদণ্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়াজের বাড়িতে ঘটে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন।

আহত পপি আক্তার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। সে স্থানীয় মৃত বিজলি আকতারের মেয়ে। ছোটবেলায় প্রথমে তার বাবা ও পরে মায়ের মৃত্যু হলে সে নানার বাড়িতে থাকত।

স্থানীয়রা জানান, কিশোরীটি অসহায় হওয়ায় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিশুর মামা মো. দিদার বলেন, বাবা-মা হারা কিশোরী পপি আক্তার বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার নানা সম্পর্কিত এয়ার মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধকে দুষ্টুমি করে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলে হাসাহাসি করে। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের বউ ছায়েরা খাতুন (৫৫) এসে ওই কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দিলে তার শরীর ঝলসে যায়। আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘আমি ঘটনা শোনার পর কিশোরীর অভিভাবককে থানায় আসতে বলছি, তবে এখনও কেউ অভিযোগ করেনি। শুনেছি কিশোরীটি অসহায়, তার বাবা-মা কেউ নেই। অভিভাবকরা এলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’